চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে আর্ন্তজাতিক শান্তি দিবস পালিত

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২১ সেপ্টেম্বর, ২০২০ | ৪:১৫ অপরাহ্ণ

এত অশান্তির ভিড়ে শান্তি খুঁজে বেড়ান মানুষ। নাইক্ষ্যংছড়িতে পালিত হয়েছে আর্ন্তজাতিক শান্তি দিবস।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলানায়তনে একেএস ও গ্রাউসের সমন্বয়ে আয়োজিত অনুষ্টানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন একেএস অনন্যাকল্যাণ সংগঠনের এল,ভি,এম,এফ কমিটির সদস্য মংনু অং মার্মা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মং শৈ অং মার্মা। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহিত প্রস্তাব অনুসারে প্রতি বছের সেপ্টম্বার মাসের ‘তৃতীয় মঙ্গলবার’ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার দিনটিকে আর্ন্তজাতিক শান্তি দিবস ‘ হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা স্কাউট সম্পাদক ছৈয়দুল বাশার, জারুলিয়া ছড়ি মৌজা হেডম্যান মই অং মার্মা প্রমূখ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট