চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

৫ ঘণ্টা সাঁতরে চার জেলে কুলে, নিখোঁজ ৯

 কক্সবাজার সংবাদদাতা

২০ সেপ্টেম্বর, ২০২০ | ৯:০৭ অপরাহ্ণ

কক্সবাজারের উপকূলবর্তী বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এবং রাত সাড়ে ৮ টায় পৃথক চারজন জেলে সাতাঁর কেটে কক্সবাজার শৈবাল পয়েন্ট দিয়ে কূলে ফিরে এসেছে। এখনো নিখোঁজ রয়েছে ৯ জন । বিষয়টি দৈনিক পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটক সেবায় নিয়জিত বীচ কর্মী মাহাবুবুর রহমান।

কূলে ফিরে আসা চারজন জেলের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চকরিয়া মালুমঘাটের ডুমখালী এলাকার মো. আব্দুল নোমান (২১) অপরজন একই এলাকার মো. সাইফুল ইসলাম (২২)। এই দুইজন জেলেদের বরাত দিয়ে বীচকর্মী মাহাবুবুর রহমান জানিয়েছে, রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরের পর গভীর বঙ্গোপসাগরে তাদের মাছ ধরা ট্রলারটি ডুবির ঘটনা ঘটে। এতে ১৩ জন মাঝি-মাল্লা ছিল। সবাই যে যার মতো করে সাগরে ঝাপিয়ে পড়ে। এরমধ্যে দীর্ঘ ৫ ঘন্টা সাতাঁর কেটে সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজার শৈবাল পয়েন্টে দিয়ে কূলে উঠেন নোমান ও সাইফুল। এরপর রাত সাড়ে ৮ টার দিকে আরও দুইজন জেলে একই পয়েন্ট দিয়ে কূলে উঠেন। তবে এখনো নিখোঁজ রয়েছে ৯ জন জেলে। কূলে ফিরে আসা চারজন জেলেকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে এবং বাকিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) ইমরান জাহিদ খান।

পূর্বকোণ / আরআর- আরাফাত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট