চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইউনুস হত্যা: রাঙ্গুনিয়ায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়া সংবাদদাতা

১৯ সেপ্টেম্বর, ২০২০ | ৮:৫৩ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ার হোছনাবাদ ইউপি চেয়ারম্যান মীর্জা সেকান্দর হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ইউনিয়নের মোগলেরহাট এলাকায় ইউনুস মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ এনে নিহতের ছেলে মো. রাসেল বাদি হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন। এ ঘটনায় মো. আরফাত (২৫) ও মো. এহসান (২৬) নামে দুজনকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিহতের প্রতিপক্ষ হাবিবুর রহমানকে প্রধান আসামী ও চেয়ারম্যান মীর্জা সেকান্দর হোসেনকে ২ নম্বর আসামী সহ মোট ১২জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজুর সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম। নিহত ইউনুস হোছনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। অভিযোগে জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধে মোগলের হাট খামারী পাড়া এলাকায় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা করে পিঠিয়ে হত্যা করেছে ইউনুস মিয়াকে। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তাদের। এই ঘটনায় নিহত ইউনুস মিয়ার পুত্রসহ ৫ জন আহত হয়েছে বলে দাবী করেছেন তারা। ইউপি চেয়ারম্যান মির্জা সেকান্দর হোসেন বলেন, জায়গা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের মাঝে সংঘর্ষ থামানোর জন্য আমি গিয়েছিলাম। দুই পক্ষকে শান্ত করে ইউনিয়ন পরিষদে আনার পর পুলিশের উপস্থিতিতেই ওই ব্যক্তি হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এখানে আমার কোন সম্পৃত্ততা নেই। মূলত আমার রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অপপ্রচার চালাচ্ছে। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারামারির ঘটনার সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে বলে তিনি জানান।

পূর্বকোণ / আরআর-জিগার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট