চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করছেন শেখ হাসিনা: শিক্ষা উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৪৩ অপরাহ্ণ

‘দ্বীনি শিক্ষার প্রসারে কাজ করছেন শেখ হাসিনা’ নগরীর পূর্ব বাকলিয়া ওয়ার্ডের আহমদিয়া করিমিয়া ছুন্নিয়া ফাযিল(ডিগ্রি) মাদ্রাসায় সরকারি অর্থায়নে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এ কথা বলেন। আজ শনিবার দুপুরে মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আবুল কাসেমে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চসিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাঁর দিন শুরু করতেন। বঙ্গবন্ধু তাঁর পরিবারের সদস্যদের কে দ্বীনি শিক্ষা প্রদান করে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা প্রতিদিন সকালে তাহাজ্জুদ নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন। দ্বীনের প্রতি দরদ বঙ্গবন্ধু কন্যা তার পিতার কাছ থেকে বংশপরম্পরায় পেয়ে এসেছেন। দ্বীনি শিক্ষার প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশে ১৮০০ মাদ্রাসা ভবন নির্মাণের জন্য ৬০০০ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দ্বীনি শিক্ষার প্রসার-কে আরো শক্তিশালী করতে আহ্বান জানান শিক্ষা উপ-মন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে এম. রেজাউল করিম চৌধুরী বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে বাংলাদেশের এমন কোন মাদ্রাসা নেই যেখানে অনুদান প্রদান করা হয়নি। সারাদেশের যেখানে মাদ্রাসার জন্য অনুদান বা ভবন চাওয়া হয়েছে প্রধানমন্ত্রী সাথে সাথে তা অনুমোদন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী অসংখ্য মাদ্রাসা এমপিও ভুক্ত করেছেন। আজ সারাদেশে  প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় মাদ্রাসাগুলোতে উন্নয়নের জোয়ার চলছে।

তিনি আরও বলেন, ইসলামের শিক্ষার প্রচারে ও প্রসারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কোন বিকল্প নেই।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট