চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মানব কল্যাণে কাজ করছে ‘রক্তের সন্ধানে বাঁশখালী’

মানব কল্যাণে কাজ করছে ‘রক্তের সন্ধানে বাঁশখালী’

বিজ্ঞপ্তি

১৮ সেপ্টেম্বর, ২০২০ | ১১:২৪ অপরাহ্ণ

“করি সদা রক্তের সন্ধান, হাসাতে রোগী বাঁচাতে প্রাণ” এই স্লোগানকে বুকে ধারণ করে আলোচনা সভা সম্পন্ন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের সন্ধানে বাঁশখালী’। নগরীর সিআরবি শিরীষতলায় আজ শুক্রবার (১৮ই সেপ্টেম্বর) বিকেল ৪টায় সংগঠনের প্রতিষ্ঠাতা মোরশেদুল আলমের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বক্তব্য রাখেন এডমিন বোরহান উদ্দিন টিপু, এডমিন কাইছার আলী খান, প্রতিষ্ঠাতা এম আর সি মিসকাত, সাইফুল ইসলাম, আকবর আলী, ইফতেকার কায়েম, কাজী মিশু, আইনুন ফারজানা, মো. হোসাইন, আবদুর রহমান, সাবিহা সোলতানা রিফা, ফরহান ইসতিয়াক, মো. রিপন, আব্দুল্লাহ, মো. সাকিব প্রমুখ। সংগঠনের কার্যকরী সদস্য শাহরিয়াজের সঞ্চালনায় আলোচনায় সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের শুভাকাঙ্ক্ষী, সহ-কার্যকরী ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় নতুন কার্যকরী ও শুভকাঙ্খী সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট