চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চান্দগাঁওয়ে প্রকাশ্যে স্কুল শিক্ষিকার অর্ধলক্ষ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২০ | ১২:১৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও আবাসিকে দিন দুপুরে এক স্কুল শিক্ষিকার অর্ধলক্ষ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার শিকার চান্দগাঁও আবাসিক এলাকার মানারাত রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষিকা আফরোজা বেগম জানান, তিনি চাঁন্দগাও আবাসিক এলাকার ৪ নম্বর রোডের এ ব্লকে বসবাস করেন। সকালে (বৃহস্পতিবার) সঞ্চয়পত্রের টাকা তুলতে তিনি আগ্রাবাদ সোনালী ব্যাংকে যান। আগ্রাবাদ থেকে ১০ নম্বর বাসে উঠে বেলা ১১টার সময় বহদ্দারহাটে নামেন। বাস থেকে নেমে পায়ে হেঁটে বাসার কাছাকাছি পৌঁছাতেই পেছন থেকে হঠাৎ একটি সিএনজি ট্যাক্সি এসে কাঁধে থাকা ভ্যানটি ব্যাগ টান মেরে ছিনিয়ে নিয়ে চলে যায়।

আফরোজা বলেন, ভ্যানিটি ব্যাগে ৫২ হাজার টাকা, সঞ্চয়পত্রের বই, মুঠোফোন ও দরকারী কাগজপত্র ছিল।

চান্দগাঁও থানার পরিদর্শক (ওসি) আতাউর রহমান খন্দকার জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আশা করছি ছিনতাইয়ে জড়িতদের গ্রেপ্তার করতে পারব।

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট