চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আগ্রাবাদে শিক্ষাসামগ্রী বিতরণ

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আগ্রাবাদে শিক্ষাসামগ্রী বিতরণ

বিজ্ঞপ্তি

১৭ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৪৮ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি ও নগর যুবলীগের সদস্য ওয়াসিম উদ্দিন চৌধুরীর পক্ষে পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে। নগরীর আগ্রাবাদের চৌমুহনীতে ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউল করিম রিটন এসব শিক্ষাসামগ্রী বিতরণ করেন।

ছাত্রনেতা রেজাউল করিম রিটন বলেন, ১৯৬২ সালে আইয়ুব খানের শিক্ষা সংকোচন নীতির বিরুদ্ধে দেশব্যাপী দুর্বার বাংলাদেশ ছাত্রলীগ ছাত্র আন্দোলন গড়ে তুলেছিল। সেই ধারবাহিকতায় এইদিনে দেশব্যাপী হরতাল ও সচিবালয় ঘেরাও কর্মসূচি সফল করতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ওয়াজীউল্লাহ, মোস্তফা কামাল, বাবুল নামে ছাত্রলীগের ৩ সূর্যসেনানী। এছাড়া কয়েকশ’ ছাত্রলীগ নেতাকর্মী দেশব্যাপী আহত ও গ্রেপ্তার হয়েছিল। শিক্ষা আন্দোলনের নেতৃত্বদানকারী শহিদ ছাত্রলীগ নেতৃবৃন্দকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।

শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন ২৪ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক ফাতেমা নাসরিন প্রিমা, নগর যুবলীগ নেতা আজিজুর রহমান আজিজ, হেলাল উদ্দিন, ছাত্রনেতা আনসু আহম্মেদ রাকিব, বিজিবসহ আরও অনেকে।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট