চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করতো তারা

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২০ | ৬:১৫ অপরাহ্ণ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন ( বিএসটিআই) এর কোন প্রকার অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার করতো মেসার্স সেলিম সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি ও মেসার্স এ আই সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি । আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার সময়  বিএসটিআই এর চট্টগ্রাম বিভাগীয় অফিসের সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদের নের্তৃত্বে প্রতিষ্টান দুটিতে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠান দুটির উৎপাদিত আয়োডিন যুক্ত লবনের বিএসটিআইয়ের মান সনদ না থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেন মো. মোস্তাক আহম্মেদ।

এসময় অভিযানে উপস্থিত বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান পূর্বকোণকে বলেন, পটিয়ার ইন্দ্রপোল এলাকায় মেসার্স সেলিম সল্ট ক্রাশিং ইন্ডাস্ট্রি ও মেসার্স এ আই সল্ট ক্রাশিংইন্ডাস্ট্রিতে অভিযানে গিয়ে দেখা যায় তারা তাদের উৎপাদিত আয়োডিন যুক্ত লবনের প্যাকেটে বিএসটিআই এর ভুয়া অনুমোদন নাম্বার উল্লেখ করেছেন। অথচ তারা কোন অনুমোদনই নেননি। প্রতিষ্ঠান দুটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জনস্বার্থে বিএসটিআইয়ের এ অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট