চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দুদকের মামলায়ও ওসি প্রদীপ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থানা থেকে সাময়িক বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায়ও গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ নির্দেশ দেন।

এর আগে চট্টগ্রাম কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে সর্বোচ্চ নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। এই মামলায় তার স্ত্রী চুমকিও আসামি। কিন্তু তিনি পলাতক রয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওসি প্রদীপ কুমার দাশকে এরেষ্ট দেখানোর আবেদনের শুনানি ছিলো আদালতে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০শে সেপ্টেম্বর।

আদালত সূত্র জানায়, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ১৭৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. কামাল উদ্দিন জানান, শনিবার দুপুরে দুদকের মামলায় সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আদালতে হাজির করার জন্য কক্সবাজার কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। সার্বিক নিরাপত্তায় তাকে আজ সোমবার আদালতে হাজির করা হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট