চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘চট্টগ্রামের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন চট্টলদরদী ইউসুফ চৌধুরী’

রাউজান সংবাদদাতা

১৩ সেপ্টেম্বর, ২০২০ | ৯:৫৫ অপরাহ্ণ

 মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী ছিলেন বহুমুখী গুণের অধিকারী। তিনি পূর্বকোণ প্রতিষ্ঠা করে থেমে থাকেননি। চট্টগ্রামের উন্নয়নে আজীবন সংগ্রাম করে গেছেন। দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা, সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ ইউসুফ চৌধুরীর ১৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র ব্যবস্থাপনায় আয়োজিত স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

আজ  রবিবার বিকেলে উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ। সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন, রিডার্স স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মঈনুদ্দিন কাদের লাভলু। শুভেচ্ছা বক্তব্য রাখেন সেন্ট্রাল বয়েজ অব রাউজান’র সভাপতি মো. সাইদুল ইসলাম। বক্তব্য দেন সাংবাদিক জাহেদুল আলম, সংগঠনের সাধারণ সম্পাদক ইমতিয়াজ জামাল নকিব। অতিথি ছিলেন সোশ্যাল সার্ভিসেস ইউনিয়ন অব রাউজান’র যুগ্ন আহবায়ক দিদারুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, নেজাম উদ্দিন রানা, হাবিবুর রহমান, যুবলীগ নেতা জিয়াউল হক রোকন, সাবের হোসেন, ছাত্রনেতা নাসির উদ্দিন, ফয়সাল মাহমুদ, তারেক হাসান, আবু বক্কর আরাফাত, মো. রিফাত, মিজানুর রহমান, আরফান গণি ফাহিম, অনিক ভট্টাচার্য, আরফানুল ইসলাম আবির, মোহাম্মদ রবিন, মোহাম্মদ নাহিদ, সাজ্জাদ হোসাইন, জাগির হোসেন, মোহাম্মদ অভি, সামির উদ্দিন, তৌসিফ আহমেদ রাহাত, নুরুল আমিন অপু প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও জোনায়েদ কবীর সোহাগ বলেন ‘গুণী ব্যক্তিদের আদর্শ, চেতনা ধরে রেখে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। নতুনদের ভালো কাজের মাধ্যমে একটি দেশ এগিয়ে যেতে পারে।’ প্রধান আলোচক সাংবাদিক মোহাম্মদ আলী বলেন ‘ইউসুফ চৌধুরী সংবাদপত্র জগতকে অন্যন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি নিয়মানুবর্তিতা, সততাকে পছন্দ করতেন।’ তিনি ছিলেন একজন দানবীর। যেকোন কাজে তিনি গোপনে দান করতেন।’ অনুষ্ঠানের সভাপতি প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন ‘ইউসুফ চৌধুরীর মতো একজন গুণী ব্যক্তি রাউজানে জন্মগ্রহণ করে যেমন রাউজানবাসী গর্বিত হয়েছে, তেমনি তিনি পূর্বকোণ প্রতিষ্ঠা করে রাউজানকে ধন্য করে গেছেন।’ ওসি আবদুল্লাহ আল হারুন বলেন ‘জাতিকে সঠিকপথে পরিচালনার ক্ষেত্রে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। ইউসুফ চৌধুরী ভালো কাজ করে গেছেন বলেন তাকে এতবছর পরও মানুষ স্মরণ করছে।’

পূর্বকোণ / আরআর-জাহেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট