চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উখিয়া সংবাদদাতা

১১ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম উম্মে রোমান (১০)। এ সময় মনোয়ার নামে আরও এক শিশুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার (১১ সেপ্টেম্বার) সকালে উপজেলার জাদিমোরা শালবাগানের পাহাড় সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে। শিশু দুটি ক্যাম্পের ডি-ব্লকের মোহাম্মদ সেলিমের সন্তান।

টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবিরের এপিবিএনের পুলিশ চৌকির (ইনচার্জ) ইন্সপেক্টর রাকিবুল ইসলাম বলেন, শালবন রোহিঙ্গা শিবিরের ভেতরে পুকুরে ভাসমান অবস্থায় অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া যায়। সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক এক শিশুকে মৃত ঘোষণা করেন। অপর শিশু চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও বলেন, ওই দুই শিশু শুক্রবার সকালে ঘর থেকে খেলতে বের হয়। পরে তাদের পরিবারের সদস্যরা তাদের খুঁজতে থাকেন। একপর্যায়ে ক্যাম্পের পাশের পুকুরে শিশুদের ভাসমান অবস্থায় পাওয়া যায়।

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট