চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

টেকনাফে ৯ রোহিঙ্গা ছিনতাইকারীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

টেকনাফে ৯ রোহিঙ্গা ছিনতাইকারীকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

উখিয়া সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ৯ ছিনতাইকারীকে আটক করেছে এপিবিএন পুলিশ। পরে তাদের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের (ভূমি) ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হল- মো. ফয়সাল (২৮), সলিমুল্লাহ (২৫), ইমাম হোসেন (২৫), শফি আলম (২৪), হাফিজুল্লাহ (২০), জুবায়ের (২০), এহসান (১৯), আসাদুল্লাহ(১৮) ও মো. হারেছ (১৮)।

কক্সবাজার ১৬ এপিবিএন পুলিশের এএসপি হেমায়েতুল ইসলাম বলেন, রাতের আধারে ধারালো চাকু নিয়ে রোহিঙ্গা ছিনতাইকারীরা অপরাধের জন্য পূর্বপ্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদে ভিক্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯ রোহিঙ্গা ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকারীর কাজে ব্যবহৃত ধারালো চাকু উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কোন সঠিক তথ্য দিতে না পারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট