চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘টহল নৌকা’ রক্ষা করবে হালদার জীব বৈচিত্র্য

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২০ | ৭:১০ অপরাহ্ণ

হালদা নদীর মা মাছ, ডলফিন এবং জীব বৈচিত্র্য রক্ষায় ব্যতিক্রম উদ্যোগ হাটহাজারী উপজেলা প্রশাসনের। আজ বৃহস্পতিবার বিকেল ৫ টায় গুমান মর্দন ইউনিয়ন পরিষদ এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় হালদা নদীতে নামানো হয়েছে টহল নৌকা।

আনুষ্ঠানিকভাবে টহল নৌকার কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমীন। এসময় উপস্থিত ছিলেন গুমানমর্দন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন , এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য হালদা পাড়ের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জনসাধারণকে অনুরোধ করছিলাম । তারা উপজেলা পরিষদের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে।  আজ আমরা সেই কাজটা শুরু করেছি।

এর আগে হাটহাজারী উপজেলা প্রশাসন কর্তৃক হালদা নদীর অন্যতম শাখা খাল কাটাখালী খালের মুখে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ মজিদ উপস্থিত ছিলেন।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট