চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফটিকছড়িতে আগুনে পুড়ল ৮ দোকান, ৫০ লাখ টাকার ক্ষতি

ফটিকছড়ি সংবাদদাতা

১০ সেপ্টেম্বর, ২০২০ | ২:২৮ অপরাহ্ণ

ফটিকছড়ির বিবিরহাট বাজারে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর)  সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

এতে উক্ত বাজারের ২নম্বর রোডের মো.মামুনের সেনিটারী দোকান, মো.হারুনের কাপড়ের দোকান, প্রণোতোষ নাথের কম্পিউটার দোকান, তৌহিদুল আলমের ওষুধের দোকান, রিটন দের হোমিওপ্যাথী, যীষু শীলের কম্পিউটার দোকান, হাসেম কোম্পানীর অফিস, কার্তিক দে এর সেলুন ইত্যাদি পুড়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের লোকজন ঘন্টাব্যাপী কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে এসব দোকানের প্রায় ৫০ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।
এদিকে ঘটনার খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদুল আরেফিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্তনা দেন।
এসময় উপজেলা চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতিজনকে তাঁর ব্যক্তিগত পক্ষ থেকে নগদ ১০ হাজার এবং উপজেলা পরিষদের তহবিল থেকে ১০ হাজার করে সহায়তা দেবার ঘোষণা দেন।
পূর্বকোণ/বিশ্বজিৎ-এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট