চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

স্বাস্থ্যবিধি পালন-ভাড়া তদারকি, ৪৪ মামলায় অর্ধলক্ষ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৯ সেপ্টেম্বর, ২০২০ | ১২:৩৬ পূর্বাহ্ণ

নগরীর কাজীর দেউড়ি, চট্টশ্বরী, লালখান বাজার, বহদ্দারহাট ও আতুরার ডিপো এলাকায় গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং ভাড়া তদারকিতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান, শান্তনু কুমার দাশ এবং নুরে জামান চৌধুরীর নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। এ সময় ৪৪ মামলায় মোট ৫৬ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়।

নগরের কাজীর দেউড়ি, চট্টশ্বরী এবং লালখান বাজার এলাকায় ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৩ মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আতুরার ডিপো এলাকায় ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৯ মামলায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বহদ্দারহাট এলাকায় ম্যাজিস্ট্রেট নুরে জামান চৌধুরী নগরের নেতৃত্বে পরিচালিত অভিযানে ১২ মামলায় ১৩ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট