চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

বিনা অনুমতিতে জাহাজ ভাঙার অপরাধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০২০ | ৪:৫১ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা এলাকায় বিনা অনুমোদনে শিপ ব্রেকিং করার অপরাধে এক মো. ইউসুফ নামে এক জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জাহাজ মালিকের দুজন প্রতিনিধিকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে এই জরিমানা করেন চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ।

জাহাজ মালিক মো. ইউসুফের বাড়ি বরিশালে। আটক তার দুই প্রতিনিধি মো. এনায়েত হোসেনে (৫০) ও ক্রেন চালক মো. রায়হান (২৪)।

তিনি জানান, জাহাজভাঙা শিল্পে নিয়ম-নীতির তোয়াক্কা না করে তারা দীর্ঘদিন যাবত তারা এ কাজ করে আসছিল, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।  চট্টগ্রাম বন্দর এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে আজ ওই জায়গায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে গিয়ে “এমভি গোলাম রহমান “নামের জাহাজটিকে ভাঙতে দেখা যায়। এ কারণে জাহাজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, জাহাজটি গত ২১ জুন চট্টগ্রাম থেকে যশোর নোয়াপাড়া যাচ্ছিল ভুট্টা নিয়ে। চট্টগ্রামের পতেঙ্গায় জাহাজটির তলা ফেটে গেলে জাহাজটি কাটার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট