চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

হালদায় অবৈধভাবে বালু উত্তোলন, ১০ ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০২০ | ৭:৫০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার মা মাছ ও ডলফিন রক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। হালদা নদীর সাত্তার ঘাট থেকে নয়াহাট পর্যন্ত বিভিন্ন স্পটে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের নেতৃত্বে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালিত হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১০টি ইঞ্জিনচালিত বালুর নৌকা ধ্বংস করা হয়।

রুহুল আমিন বলেন, হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ঘটনাস্থলে ১০টি ইঞ্জিন চালিত বালুর নৌকা আটক করা হয়। পরে সেগুলো পুনরায় বালু উত্তোলনের কাজে ব্যবহার করা না যায়মতো ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে নৌকার মালিক জাফরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নদীর বিভিন্ন স্পট থেকে এক হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট