চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আবারও কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু ৭ সেপ্টেম্বর

আবারও কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু ৭ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ১১:২১ অপরাহ্ণ

সংস্কারের এক মাস পার না হতেই বড় বড় গর্ত সৃষ্টি, সেতুর পাটাতন উঠে যাওয়া ও রেলিং ভেঙে যেতে শুরু করেছে। তাই আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আবারও কালুরঘাট সেতু সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। এই পাঁচদিন যান চলাচল বন্ধ থাকবে।

রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কালুরঘাট ব্রিজে ফের মেরামতের জন্য পাঁচদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বর্তমানে দৈনিক এক লাখ মানুষ ৯০ বছর বয়সী মেয়াদোত্তীর্ণ সেতুর ওপর দিয়ে ঝুঁকি ও ভোগান্তি মাথায় নিয়ে এই সেতু ব্যবহার করছে। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুর ওপর বোয়ালখালী ও পটিয়া উপজেলার তিন ইউনিয়নের প্রায় ২০ লাখ মানুষ সরাসরি নির্ভরশীল।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট