চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নামীদামী কোম্পানির মোড়কে বিক্রি হচ্ছে ভেজাল মসলা

নিজস্ব প্রতিবেদক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ৬:২৯ অপরাহ্ণ

নামীদামী কোম্পানীর মোড়ক ব্যবহার করে  চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় হচ্ছে ভেজাল মসলা । আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এমন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার তাকিয়া রোড এলাকার ‘দরবার গুড়া মসলা মিল’ অভিযান চালিয়ে ৩ হাজার তিনশ ৭০ কেজি ভেজাল মরিচ,হলুদ,ধনিয়া গুড়াসহ মো. হুদা মিয়া (৪০) নামের একজনকে আটক করেছে র‌্যাব।

হুদা মিয়া খাগড়াছড়ির রামগড় থানার মহামনির  মৃত শামসুল হকের ছেলে।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন,  ফেনী পৌরসভার তাকিয়া রোড এলাকার ‘দরবার গুড়া মসলা মিলের ভিতর ভেজাল মসলা তৈরি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান পরিচালনা করে মো. হুদা মিয়াকে আটক করে। এসময় উক্ত মিল তল্লাশী করে ১ হাজার ৭৬২ কেজি ভেজাল মিশ্রিত মরিচের গুড়া, ৭২৬ কেজি ভেজাল মিশ্রিত হলুদের গুড়া, ৩৯৪ কেজি ভেজাল মিশ্রিত শুকনো মরিচ, ৪৮৮ কেজি ভেজাল মিশ্রিত ধনিয়া উদ্ধার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে সে জানায়,‘ এসব ভেজাল পন্য নামীদামী কোম্পানীর মোড়ক ব্যবহার করে ফেনী জেলার বিভিন্ন বাজার ছাড়াও নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারদের মাধ্যমে বিক্রয় করে আসছে’।

আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট