চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা যুবক আটক

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৪১ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পাসপোর্ট করতে এসেওবাইদুল হক (২৫) নামের এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচলাইশ এলাকার পাসপোর্ট অফিস থেকে আটক করা হয়।

ওবাইদুল হক বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখিয়ে পাসপোর্টের আবেদন করেন। ওবাইদুল চট্টগ্রামের লোহাগাড়া চুনতির ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র পান। তার বাবার নাম আবুল কালাম ও মায়ের নাম রাবিয়া খাতুন।

আবেদনপত্র যাচাই করার সময় তাকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করার পর পর পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে পুলিশের হাতে তুলে দেন। তবে কিভাবে তিনি জাতীয় পরিচয়পত্র যোগাড় করেছেন তা জানা যায়নি।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া পূর্বকোণকে বলেন, পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট