চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পতেঙ্গা বিষ্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

৩ সেপ্টেম্বর, ২০২০ | ১:৪৯ অপরাহ্ণ

নগরীর পতেঙ্গা এলাকায় বেসরকারি ইনকন্ট্রেড কন্টেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে বুধবারের ওই বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা চারে দাঁড়াল।

রবিউল হোসেন (৩২) নামের ওই ব্যক্তি ইনকনট্রেডের কর্মী ছিলেন। তার বাড়ি কুমিল্লায়।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ইনকন্ট্রেড কনটেইনার ডিপোতে গাড়ির তেলের ট্যাংক ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণে নিহত হন ওই প্রতিষ্ঠানের তিন কর্মী আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়িচালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অন্যজন ওই কনটেইনার ডিপোর কর্মী। এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ পূর্বকোণকে জানান, রবিউলের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।  পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে শুনেছি রাতেই তার মৃত্যু হয়। কিন্তু তার পরিবারের কারো নাম্বার না পাওয়ায় যোগাযোগ করতে পারিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট