চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অতিরিক্ত ভাড়া আদায়: দুই বাস চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২০ | ১০:৩৫ অপরাহ্ণ

১ সেপ্টেম্বর থেকে কার্যকর পূর্বের নির্ধারিত ভাড়া না মেনে  অতিরিক্ত যাত্রী পরিবহন দায়ে দুইজন বাস চালককে জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত । এসময়  স্বাস্থ্যবিধি না মানায় ১১ যাত্রীকেও জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। আজ বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নগরীর আন্দরকিল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান,  আন্দরকিল্লা এলাকায় আজকের অভিযানে গণপরিবহনে অতিরিক্ত যাত্রী পরিবহনের অভিযোগে দুইজন বাস চালককে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সেইসাথে ১১জন যাত্রীকে স্বাস্থ্যবিধি না মেনে গণপরিবহনে যাতায়াত করায় অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া গণপরিবহনের চালকদের সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করতে সতর্ক করা হয় ও যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণের ব্যাপারে সচেতন করা হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট