চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দেখা করার নামে অপহরণ, তিন যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ সেপ্টেম্বর, ২০২০ | ৮:২১ অপরাহ্ণ

ফেসবুকে পরিচয়ের সুত্র ধরে দেখা করার নামে অপহরণ করে আটকে রেখে চাঁদা দাবির দায়ে তিন যুবককে আটক করেছ পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে তামাকুমন্ডি লেইনের আব্দুল লতিফ মার্কেটে এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন অপহরণের শিকার মো. রুবেল (৩২)। বিয়য়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মোহম্মদ মহসীন।

গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন,সাতকানিয়ার মো. আব্দুর রহিমের ছেলে মো. সাহেদ (১৮), চন্দনাইশের আব্দুল হামিদের ছেলে গোলাম মোস্তফা (২৮) ও হাটহাজারীর মো. মিয়ার ছেলে মো. রুবেল ৩৫)।

সীতাকুণ্ড উপজেলার ফেরদৌস স্টীলের বাবুর্চি পদে কর্মরত মো. রুবেল জুবিলী রোডস্থ মিউনিসিপ্যাল স্কুলের বিপরীতে ওভারব্রীজের নিচে দেখা করতে যায়। এসময় মো. সাহেদ, গোলাম মোস্তফা ও মো. রুবেলসহ  টিপ ছোরা দেখিয়ে মার্কেটের ৭ম তলায় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন রুমে আটকে রাখে। একপর্যায়ে রুবেলের বোন জামাইয়ের কাছে ফোনে  ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবিও করা হয় বলে অভিযোগ সূত্রে জানা গেছে। পরে ভবনের ছাদে নিয়া যাওয়ার সময় কৌশলে সিড়ি হতে দৌড়ে  আল-মদিনা ক্লথ ষ্টোরে ডুকে আশ্রয় চাইলে ব্যবসায়ীরা অপহরণ কারীদের আটক করে। এসময় রুবেল  ৯৯৯ নম্বরে ফোন করলে কোতোয়ালি থানা পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

পূর্বকোণ / আরআর

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট