চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিনহা হত্যা: পুলিশের সেই ৩ সাক্ষী জবানবন্দি দিচ্ছে আদালতে

কক্সবাজার সংবাদদাতা

২ সেপ্টেম্বর, ২০২০ | ১:৩৫ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের মামলায় তিন দিনের রিমান্ডে নেয়া তিন সাক্ষীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি চলছে।

তারা হলেন– টেকনাফের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মোহাম্মদ আয়াছ। এ তিনজন সিনহা হত্যা মামলার আসামি।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে হাজির করা হয়। এর পর তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি শুরু হয়। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গত মঙ্গলবার সকালে তিন আসামিকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে হাজির করা হয়। পরে তৃতীয় দফায় তাদের চার দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে তিনজনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২০ আগস্ট মামলার উল্লেখিত আসামিদের প্রথম দফায় সাত দিনের রিমান্ড শেষ হয়েছিল।

গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান, ওসি প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট