চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে পাহাড়ের মাটি চাপায় বাঁশকাটা শ্রমিক নিখোঁজ ১, আহত ১

বান্দরবান প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২০ | ৫:৪৫ অপরাহ্ণ

বান্দরবানের আলীকদমে বাঁশ কাটতে গিয়ে পাহাড়ধসে মাটিচাপা পড়ে একজন শ্রমিক নিখোঁজ ও ১ জন আহত হয়েছে। নিখোঁজ শ্রমিককে উদ্ধারে সেখানে স্থানীয় লোকজন, দমকল বাহিনী ও সেনাবাহিনীর সদস‍্যরা কাজ করছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টম্বর) বিকাল ৪ টার দিকে বৃষ্টির সময় উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মঙ্গল ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম ও নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফুইগ‍্য মারমা জানিয়েছেন বিকেলে চার শ্রমিক মঙ্গল ঝিড়ি এলাকায় বাঁশ কাটতে গেলে সেখানে বৃষ্টির সময় দুই শ্রমিক মোহাম্মদ বেলাল ও ইমংচিং মারমার ওপর ওপর পাহাড়ের মাটি ধসে পড়ে। ইমংচিংকে উদ্ধার করা গেলেও মোহাম্মদ বেলাল এখনো নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে আলীকদম দমকল বাহিনী সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়েছে। নিখোঁজ শ্রমিকে উদ্ধারে অভিযান চলছে। আহত ইমংচিং মারমাকে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট