৩১ আগস্ট, ২০২০ | ২:২৫ অপরাহ্ণ
রাউজান সংবাদদাতা
রাউজান তথা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী, সাবেক এনডিপি ক্যাডার বিধান বড়ুয়ার অস্ত্র মামলায় ১৭ বছর সাজা দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত আসামী আধার মানিক গ্রামের সুরত সিংহের বাড়ির মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে।
আজ সোমবার (৩১ আগস্ট) দুপুরে মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবি জেলার অতিরিক্ত পিপি এডভোকেট সমীর দাশগুপ্ত এ তথ্য প্রকাশ করেন।
তিনি বলেন ‘ইতোমধ্যে এ রায় দেন ২য় অতিরিক্তি জেলা ও দায়রা জজ ফেরদৌস আরা।’
তিনি আরো বলেন, ‘২০১৪ সালের ৪ অক্টোবর রাত ৯টায় আসামীর বসতঘর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রাউজান থানা পুলিশ। এ অস্ত্র মামলার বাদী ছিলেন পূর্ব গুজরা তদন্ত কেন্দ্রের এস.আই মহসিন রেজা। ২০১৬ সালের ২৩ নভেম্বর আসামীর বিরুদ্ধে মামলা চার্জ গঠন করা হয়। এই মামলায় ৮ স্বাক্ষীর মধ্যে বাদীসহ ৭জনই আদালতে স্বাক্ষী দেন। সর্বশেষ আদালতে প্রদত্ত রায়ে বিধান বড়ুয়াকে সশ্রম কারাদন্ড দেয়া হয়।’
এছাড়া, বিধান বড়ুয়ার বিরুদ্ধে আরো ২৫-৩০ মামলা রয়েছে। সে এখন পলাতক রয়েছে বলে জানান সমীর দাশ গুপ্ত।
পূর্বকোণ/জাহেদ-এএ
The Post Viewed By: 322 People