চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পিকআপ ভর্তি চোরাই রেলবিটসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২০ | ৬:২৩ অপরাহ্ণ

আবারও রেলবিট চুরির সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি) সদস্যরা। নগরীর পাহাড়তলী মাস্টার লেন এলাকায় সেন্ট জেভিয়ার্স স্কুলের সামনে থেকে  পিকআপ ভর্তি চোরাই রেলবিটসহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) ২ জনকে আটক করেছে আরএনবি । আজ শুক্রবার (২৮ আগস্ট) আটক মো. আজিম (২৫) ও মো. কাওসার মিয়ার (৪০) বিরুদ্ধে অবৈধ দখল উদ্ধার আইনে আরএনবি চৌকিতে মামলা দায়ের করা হয়েছে বলে জানান আরএনবির এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ।

রেলওয়ে সূত্রে জানা গেছে,  আটকের সময় তারা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।  করোনা মহামারির সুযোগে পাহাড়তলী এলাকায় দুস্কৃতকারীদের অপচেষ্টা বেড়েছে। এর আগে ২৪ জুলাই নগরীর পাহাড়তলী রেলগেট থেকে রেলের স্লিপার চোর চক্রের জসিম উদ্দিন (৩৭) ও মনির হোসেন (৩৫) নামের দুই সদস্যকে আটক করে রেলওয়ের নিরাপত্তাবাহিনী।  মূলত তারা রেলবিট কেটে বিভিন্ন লোহার দোকান বা কামারের দোকানে বিক্রি করে দেয়। নগরে এরকম একটা চক্র আছে যারা রেলের মালামাল চুরি করে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট