চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান নাছির সাময়িক বরখাস্ত

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২০ | ৩:২৯ অপরাহ্ণ

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যানের পদ থেকে যুবলীগ নেতা মো. নাছির উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বুধবার (২৬ আগস্ট) তিনি স্থানীয় সরকার বিভাগ থেকে এই চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। চুরির মামলায় সাজা হওয়ায় তাকে এই পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা চিঠিতে স্বাক্ষর করেন বিভাগের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “ তার বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলায় তিন বছরের সাজার একটি আদেশ হওয়ায় তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় সাময়কিভাবে বরখাস্ত করেছে।”

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি বন বিভাগের এক মামলায় নাসির উদ্দীনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয় রাঙ্গামাটির আদালত। এছাড়া ৩০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেয় আদালত। রাঙ্গামাটির জ্যেষ্ঠ বিচারিক হাকিম সবুজ পাল আসামিদের উপস্থিতিতে এ রায় দেয়।

একই মামলার আরেক আসামি রাহুল তংচংগ্যা ওরফে বাবুলকে দেড় বছর কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করে। জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেয় আদালত তাকে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট