চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে হাতির আক্রমণে যুবকের মৃত্যু

কাপ্তাই সংবাদদাতা

২৮ আগস্ট, ২০২০ | ১১:৫৪ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে রুপন তনচংগ্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুই নম্বর রাইখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রুপন তনচংগ্যার বাড়ি রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় বারি তনচংগ্যার ছেলে ।

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রুপন বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি বন্য হাতির কবলে পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানান, এই রাস্তায় হাতির আক্রমণ দিন দিন বেড়েই চলেছে। বনবিভাগকে অভিযোগ জানানোর পরও বনবিভাগ থেকে এখনো কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো ওই রাস্তায় ১০-১৫টি হাতি রাস্তায় অবস্থান করছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, খবর পেয়ে শুক্রবার (২৮ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে লাশ ময়নাতদন্ত না করার অনুরোধ জানানো হয়। যেহেতু হাতির আক্রমণে মারা গেছে, সেহেতু লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট