চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে টিসিবির পণ্য মজুদ-মূল্য তালিকা না রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারে টিসিবির পণ্য মজুদ-মূল্য তালিকা না রাখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার সংবাদদাতা

২৭ আগস্ট, ২০২০ | ১১:৫২ অপরাহ্ণ

কক্সবাজারে সদরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের বড় বাজার এলাকায় অধিদ্প্তরের সহকারী পরিচালকইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় ৩ প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

ইমরান হোসাইন বলেন, অভিযানে মূল্য তালিকা উল্টে রাখার দায়ে বড় বাজারের আব্দুল্লাহ এন্টারপ্রাইজকে ৪ হাজার, টিসিবির পণ্য বিক্রির জন্য সংরক্ষণ করার দায়ে বড় বাজারের তিহাম এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার দায়ে চাউল বাজারের শাহেদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, বাজার তদারকিকালে কোন পণ্যের দাম বৃদ্ধি না করা এবং পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য নির্দেশনা দেয়া হয়। একইসাথে ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শও দেয়া হয়েছে।

 

 

 

 

পূর্বকোণ/আরাফাত-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট