২৭ আগস্ট, ২০২০ | ৮:৫৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেওয়ান হাট, আতুরার ডিপো ও কাস্টমস মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৯ মামলায় ৪২ হাজার ৩শ’ টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি মোটরযান জব্দ করা হয়।
নগরীর দেওয়ান হাট এলাকায় নির্বাহী মাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়। এ সময় ৭ মামলায় ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, আতুরার ডিপো এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের নেতৃত্বে অপর এক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ মামলায় সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের নেতৃত্বে এক অভিযানে ২৪ মামলায় ১৫ হাজার ৮শ’ জরিমানা আদায় করা হয়। এ সময় দুটি মোটরযানের কাগজ জব্দ করা হয়।
পূর্বকোণ/আরপি
The Post Viewed By: 137 People