চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবজি, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট, ২০২০ | ৯:৪৬ অপরাহ্ণ

নগরীর চকবাজার এলাকায় অবৈধভাবে টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) তাদের গ্রেপ্তাররের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেপ্তার চারজন হলেন এসএম সামাদ (৩২), মো. নুরুল হাকিম (২০), মো. আলমগীর মিয়া প্রকাশ রুবেল (২৬) ও শহিদুল ইসলাম জায়েদ (৪৩)।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমীন পূর্বকোণকে বলেন, চকবাজার এলাকায় অবৈধভাবে টমটম স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়েছে। এসব টাকা ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) চালকদের কাছ থেকে চাঁদা হিসেবে আদায় করা হয়েছিল।

অভিযোগ আছে টমটম থেকে প্রতিদিন যেসব চাঁদা আদায় করা হয় সেসব টাকা ছাড়াও মাসিক প্রতিটি টমটম থেকে মোটা অংকের চাঁদা তুলে কথিত রাজনৈতিক নেতাকর্মী, পুলিশের গুটি কয়েক অফিসারকে ম্যানেজ করে বাকিটা নিজেদের মধ্যে ভাগবাটোয়ারা করে নেয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট