চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন জিয়া: সুজন

নিজস্ব প্রতিবেদক

২৩ আগস্ট, ২০২০ | ১০:১৪ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে এদেশে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিলেন জিয়াউর রহমান । রাজনৈতিক চেতনা ও ধারাবাহিকতা ছাড়া শুধু অস্ত্র হাতে নিলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাই জিয়াউর রহমান যুদ্ধ করলেও তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নন। তিনি ছিলেন ১৫ অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব। আজ রোববার দুপুরে নগরীর দুই নম্বর গেট এলাকায় একটি কনভেনশন সেন্টারে জাতির জনকের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে নগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন চসিক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক মালেকা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রহমতুন্নেছা, অর্থ সম্পাদক আফরোজা কালাম, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনা আক্তার টুনু, হুরে আরা বিউটি, শারমিন ফারুক, রোকসানা আক্তার, আয়েশা আলম, সদস্য আবিদা আজাদ, আয়েশা ছিদ্দিকা, ফারহানা জাবেদ প্রমুখ।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট