চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

তামাকজাত দ্রব্যের প্রদর্শন, মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

২১ আগস্ট, ২০২০ | ৩:৩৮ অপরাহ্ণ

নগরীর ২ নম্বর গেটের চেইন শপ মীনা বাজারে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপন করায় ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদলত।

শুক্রবার (২১ আগষ্ট) এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান ও মো. জিল্লুর রহমান। এসময় মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান ও আলী হাসান জানান, মীনা বাজারে বেনসন কোম্পানীর সিগারেটের জন্য আলাদা প্রদর্শন কর্ণার রয়েছে। সেখানে বেনসন কোম্পানির দেওয়া বিজ্ঞাপনের জন্য ডিসপ্লে মেশিনের মধ্যেই সিগারেটের প্রদর্শন হচ্ছে। এছাড়াও সেখানে ভেন্ডিং মেশিন সাদৃশ্য মেশিন দেখা গেছে।

তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও ভেন্ডিং মেশিন স্থাপনে নিষেধাজ্ঞা না  মানার কারণে  মীনা বাজারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরপর নগরীর শাহ আমানত ব্রিজ সংলগ্ন বাস টার্মিনালের গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় এস আলম পরিবহনের একটি বাস, রিলাক্স পরিবহনের একটি বাস, আরকানাইজ স্পেশাল সার্ভিসের একটি বাসকে স্বাস্থ্যবিধি না মানায় দুই বাসকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট