চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফেসবুকের সূত্র ধরে ছিনতাইকারী গ্রেপ্তার

ফেসবুকের সূত্র ধরে ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২০ | ১১:৪১ অপরাহ্ণ

নগরীর আগ্রাবাদ এলাকায় এক নারী পথচারীর ব্যাগ ছিনতাই করে নালার সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছিনতাইকারীর নাম মো. বাদল (৩৪)। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ জানতে পেরে অভিযান চালিয়ে সেই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ছিনতাই হয়ে যাওয়া ব্যাগ, মোবাইল ও গুরুত্বপূর্ণ ডকুমেন্টসহ ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করে।

ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) অর্নব বড়ুয়া জানান, এক নারী পথচারী হেঁটে যাওয়ার সময় আগ্রাবাদের জনতা ব্যাংকের সামনে থেকে তার ব্যাগ টান দিয়ে নিয়ে ফেলে ছিনতাইকারী বাদল। ছিনতাইয়ের পর সে নালার সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানতে পেরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বাদল দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হলেও তার নাম ঠিকানা পাওয়া যাচ্ছিল না। তাকে আমরা খুঁজছিলাম।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট