চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জের চালের আড়তে অভিযান, ৪ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২০ | ৯:৫৯ অপরাহ্ণ

বন্যার অযুহাতে চালের দাম বৃদ্ধির অভিযোগে চালের বৃহত্তম পাইকারি আড়ত খাতুনগঞ্জের চালপট্টিতে অভিযান পরিচালনা জেলা প্রশাসন। অভিযানে বেশি দামে চাল বিক্রি, মূল্যতালিকা না টাঙানো, স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার দায়ে ৪ চাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে চালপট্টিতে ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

অভিযানে  বাবুল ট্রেডার্সকে ১০ হাজার, সাদ ট্রেডার্সকে ১০ হাজার, জাফর ট্রেডার্সকে ৩ হাজার এবং ফরিদ ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান বলেন, অভিযানে কয়েকটি দোকানে বেশি দামে চাল বিক্রি, মূল্যতালিকায় কম দাম লিখে বিক্রির সময় বেশি দাম রাখা, দামের রশিদে কারচুপিসহ স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। তাদের জরিমানা করে সর্তক করা হয়েছে।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট