চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিলিন্ডারে গ্যাস কারচুপি, ডিস্ট্রিবিউটরকে জরিমানা

সিলিন্ডারে গ্যাস কারচুপি, ডিস্ট্রিবিউটরকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ আগস্ট, ২০২০ | ৫:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যামাণ আদালত। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ফখরুল ইসলাম জানান, একটি প্রতারক চক্র এলপি গ্যাস সিলিন্ডারে গ্যাস কম দিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন সংবাদে খবর পেয়ে এই ধরণের একটি গ্যাস সিলিন্ডার ভর্তি পিকআপ ভ্যান জব্দ করা হয়। গাড়িটিতে বিভিন্ন কোম্পানির প্রায় অর্ধ শতাধিক গ্যাস সিলিন্ডার ছিল। ১২ কেজি ওজনের এসব সিলিন্ডারের সঠিক মাপের গ্যাস পাওয়া যায়নি। প্রতিটি সিলিন্ডারে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত গ্যাস কম সরবরাহ করে বাজারজাত করা হচ্ছিল। এই অভিযোগে পিকআপ ভ্যানের সাথে আসা উপজেলার গশ্চিনয়াহাট এলাকার মো. সেলিম নামে এক ব্যক্তিকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, এই ব্যাপারে গ্রাহকদেরও সচেতন হতে হবে। ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট