চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

মাছধরার প্রস্তুতিকালে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

মাছধরার প্রস্তুতিকালে অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

১৭ আগস্ট, ২০২০ | ১০:৪১ অপরাহ্ণ

নগরীর হালিশহর ১৬ নম্বর ঘাটে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (১৭ আগস্ট) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ কারেন্ট জাল নিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতির সময় ৫ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস ও এক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মিজানুর রহমান বলেন, সমুদ্রে অবৈধ কারেন্ট জাল নিয়ে মাছ ধরার প্রস্তুতি নেয়া হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে হালিশহরের ১৬ নম্বর ঘাটে অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ কারেন্ট জাল রাখার অপরাধে এক জেলেকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা, সিএমপি ও কোস্টগার্ডের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট