চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

করোনায় শিপিং কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২০ | ৭:১৩ অপরাহ্ণ

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ কামরুজ্জামান (৪৭) নামে শিপিং প্রতিষ্ঠানের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টায় তিনি আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। কামরুজ্জামানের পারিবারিক সূত্র জানায়, ঈদের আগে থেকে তিনি করোনায় আক্রান্ত ছিলেন। চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল শনিবার তার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রাখা হয়। সেখানেই আজ সকালে ইন্তেকাল করেন তিনি। উল্লেখ্য, মোহাম্মদ কামরুজ্জামান চট্টগ্রামের আগ্রাবাদের আজিজ কোর্টে অবস্থিত জিবিএক্স লজিস্টিকস লিমিটেডে ম্যানেজার (অপারেশন্স) হিসেবে কর্মরত ছিলেন। আজ সকাল সাড়ে ১০টায় হালিশহরের বাসার সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দাফনের জন্য গ্রামের বাড়ি গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়। মোহাম্মদ কামরুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ কর্মজীবী সমবায় সমিতি লিমিটেড, চট্টগ্রাম-এর নেতৃবৃন্দ। সংগঠনটির সাধারণ সম্পাদক খায়রুল আলম সুজন তার বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট