চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত, ছেলে আহত

অনলাইন ডেস্ক

১৫ আগস্ট, ২০২০ | ১:৫২ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধূ নিহত ও তার ১০ বছরের ছেলে আহত হয়েছে বলে জানিয়েছেন দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।
শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত মোর্শেদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা বাবুছড়া ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক এর স্ত্রী। এ ঘটনায় আহত মোর্শেদার ছোট ছেলে মো. আহাদকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দীঘিনালার ওসি জানান, একদল সন্ত্রাসী আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করলে তার স্ত্রী মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হন। এরপর তাদেরকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মোর্শেদাকে মৃত ঘোষণা করেন। আর মোর্শেদার ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার সময় হতাহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। বন্দুকধারীরা ফিরে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও এলোপাতাড়ি গুলি করে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট