চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

এ কে খাঁনে বস্তিতে অগ্নিকাণ্ডে শিশুসহ দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২০ | ৯:৩৩ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানার একে খাঁন এলাকার আজম খান বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া দু’জনের লাশ উদ্ধার ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে ইস্পাহানি গেট সংলগ্ন ওই বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া দুজন হলেন- আবু তাহের (৬৩) ও তার নাতি রাশেদুল আলম রাশেদ (৯)। এ ঘটনায় ৫০টির মতো ঘর পুড়ে গেছে ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্রে জানায়, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ৮টি গাড়ি প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈনুর রহমান বলেন, একে খান এলাকার আজম খান বস্তিতে আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসলেও উদ্ধার কাজ চলমান রয়েছে।

 

 

 

 

 

পূর্বকোণ/আরআর-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট