চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় : ৭ পরিবহন কোম্পানিকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২০ | ১০:২৩ অপরাহ্ণ

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চট্টগ্রাম নগরী থেকে নিজ নিজ এলাকায় ফিরছেন যাত্রীরা।সরকার নির্ধারিত ( ৬০%) হারের অতিরিক্ত ভাড়া আদায়, ভাড়ার চার্ট না রাখা, স্বাস্থ্যবিধি না মানায় অলংকার, দামপাড়া, বায়েজিদ বোস্তামী, বহদ্দারহাট টার্মিনাল, বিআরটিসি’র বাস কোম্পানিগুলোর কাউন্টারে আজ বুধবার অভিযান চালিয়েছে চট্টগ্রাম বিআরটিএর  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ।

এ সময়  এসব অভিযোগে শ্যামলী(এন আর), শ্যামলী(এসপি), হানিফ এন্টারপ্রাইজ, বাঁধনসহ স্বল্প ও দূরপাল্লার সাতটি পরিবহনকে ১৫ হাজার টাকা  জরিমানা করা হয়। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে তাদের নিজ নিজ গন্তব্যে যাত্রা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম বিআরটিএ  এ অভিযান পরিচালনা করছে।

এ সময় আন্তঃজেলা বাস মালিক সমিতির লাইন সম্পাদক  আবুল বশরসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরী অনিয়মের বিরুদ্ধে বিআরটিএ  এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট