চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পশুর হাটে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২০ | ৮:০০ অপরাহ্ণ

কুরবানির পশুর হাটে মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২৯ জুলাই ) বিকাল তিনটা পর্যন্ত নগরীর বিবিরহাট পশু বাজার ও কর্ণফুলী পশু বাজার( নুর নগর হাউজিং এস্টেট) এ জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে দেখা যায় পশুর বাজারে অনেক সচেতন ব্যক্তিও মাস্কবিহীন বাজারে ঘুরাফেরা করছে। যার ফলে ৬ ব্যক্তিকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয় এবং সচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আমরা প্রতিদিন ৩ জন ম্যাজিস্ট্রেট নগরীর সাতটি অনুমোদিত বাজারে প্রতিনিয়ত অভিযানের মাধ্যমে সরকারী নির্দেশনা অনুযায়ী সামাজিক দুরত্ব বজায় রাখতে ও বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানে তদারকি করছে। তিনি আরও বলেন,জনসচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে পশুর হাটে মাস্কবিহীনদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে যেন মাস্ক পরে পশুর হাটে প্রবেশ করেন সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়।

পূর্বকোণ / আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট