চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

হাটহাজারীতে খাদ্য অধিদপ্তরের ১৯৫ বস্তা চালসহ ট্রাক জব্দ

হাটহাজারীতে খাদ্য অধিদপ্তরের ১৯৫ বস্তা চালসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে খাদ্য অধিদপ্তরের সিল দেয়া ১৯৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। উপজেলার চৌধুরীহাটের পশ্চিমে চসিক ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ঠান্ডাছড়ি এলাকা থেকে আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এসব চাল উদ্বার করা হয়। এ ঘটনায় ট্রাক চালকসহ দুইজন পলাতক রয়েছেন।

হাটহাজারী থানার ওসি মাসুদ আলম বলেন, উপজেলার চৌধুরীহাট ঠাণ্ডাছড়ি এলাকা থেকে এক ট্রাক সরকারি চাল উদ্ধার করা হয়। চালের বস্তায় ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, খাদ্য অধিদপ্তর’ সিল সম্বলিত লেখা রয়েছে। এ ঘটনায় ট্রাক চালকসহ দু’জন পলাতক থাকায় কাউকে আটক করা হয়নি।

তিনি আরও বলেন, পলাতক দু’জনের নাম নেজাম উদ্দিন ও মো. রাসেল। অবৈধভাবে পাচার উদ্দেশ্যে সরকারি চাল মজুদের দায়ে বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট