চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চার মাস পর কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে ৩০ জুলাই

চার মাস পর কক্সবাজার বিমানবন্দর চালু হচ্ছে ৩০ জুলাই

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১০:০৬ অপরাহ্ণ

করোনা মহামারির কারণে বন্ধ থাকার দীর্ঘ চার মাস পর ৩০ জুলাই থেকে চালু হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ইতোমধ্যে সিদ্ধান্ত হলেও আদেশ জারি হয়নি। এতদিন চিকিৎসক ও নার্স না থাকায় বিমানবন্দরটি চালু করা যাচ্ছিলো না। এখন তা পাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বেবিচকের দায়িত্বশীল কর্মকর্তা বলেন, কক্সবাজার বিমানবন্দর চালু হতে দেরি হওয়ার আরেকটি কারণ হল কোভিড প্রভাবের পাশাপাশি পর্যটক না থাকা। এখন ঈদে অনেকে বাড়ি যাবেন। তাছাড়া পর্যটন কেন্দ্র কক্সবাজার ঈদের পর সীমিত আকারে খুলে দেয়া হবে। তাই কক্সবাজারে বিমান চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেবিচকের আরেক কর্মকর্তা জানান, এয়ারলাইন্সগুলো নিজের ইচ্ছেমত ফ্লাইট শিডিউল করে নিবে। আমরা শুধু চালুর বিষয়ে যা যা করা দরকার তা করলাম। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) যেভাবে বলেছে সেভাবেই বিমান চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, বিমান বাংলাদেশসহ ইউএস বাংলা এয়ারলাইন্স, নভো এয়ারও কক্সবাজারে তাদের ফ্লাইট পরিচালনা করবে।

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট