চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে মাদকসহ দম্পতি আটক

ফটিকছড়িতে আগ্নেয়াস্ত্রসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১২:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে আটক করেছে পুলিশ। আটককৃত পল্লী চিকিৎসকের নাম নেজাম উদ্দিন (৪০)। সোমবার (২৭ জুলাই) উপজেলার আজাদী বাজার সড়কের চারা বটতল সেলিনা ক্লিনিক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বক্তপুর সোনা গাজীর বাড়ীর মরহুম আবুল হাসেমের ছেলে।

ফটিকছড়ি থানার এ এস আই নুরুল হাকিম বলেন, আটককৃত নেজাম উদ্দিন পেশায় একজন পল্লী চিকিৎসক। তার নিজের ওষুধের দোকান আছে। তিনি দিনে ডাক্তারি ও রাতে ইয়াবা ব্যবসা করতেন। সোমবার তাকে ১৯৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেয়া তথ্যমতে উপজেলার নানুপুর ঢালকাটা এলাকা থেকে মরজের বাড়ী মো. ইসহাকের পুত্র লোকমানের (৩৭) কাছ থেকে ১০০ পিস ইয়াবা, একটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও অস্ত্র আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট