চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পাহাড় কাটার দায়ে উত্তর পাহাড়তলীতে ৩ জনকে ৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২০ | ১২:০৩ পূর্বাহ্ণ

আকবর শাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকায় পাহাড় কাটার দায়ে তিন ব্যক্তিকে মোট ৬ লাখ ৪ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর। আজ সোমবার (২৭ জুলাই) অধিদ্প্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নুরুল্লাহ নূরী শুনানি শেষে এই জরিমানা ধার্য করেন।

নুরুল্লাহ নূরী বলেন, উত্তর পাহাড়তলী এলাকায় ৪৮শ’ ঘনফুট পাহাড় কেটে বাড়ি নির্মাণ করছিলেন মোহাম্মদ আলাউদ্দিন নামে এক ব্যক্তি। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শন শেষে এর সত্যতা পাওয়ার পর তাকে শুনানির জন্য ডাকা হয়। শুনানিতে নিজের দায় স্বীকার করার পর পরিবেশ আইনে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, একই এলাকায় পাহাড় কাটার জন্য মোহাম্মদ জামাল উদ্দিন ও ফজলুল হক নামের অপর দুই ব্যক্তিকে যথাক্রমে ৬০ হাজার ও ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট