চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউল হক আর নেই

 নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৭ জুলাই, ২০২০ | ১২:৩১ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউল হক আর নেই।

আজ রবিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১১টায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তিনি উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের পশ্চিম চরণদ্বীপ এলাকার মৃত আলী আকবর মুন্সীর পুত্র।

প্রবীণ এ আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে বোয়ালখালীতে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংসদ মোছলেম উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম প্রমুখ।

 

 

পূর্বকোণ/ বাবর- এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট