চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিএমডিসি নিবন্ধন ছাড়া চেম্বার, চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা

কর্ণফুলী সংবাদদাতা

২৬ জুলাই, ২০২০ | ৬:৫৬ অপরাহ্ণ

বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করে ব্যক্তিগত চেম্বার করার দায়ে এক চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও নানান অনিয়মের দায়ে কর্ণফুলী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার কলেজ বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বিদ্যমান আইন অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ডিগ্রীধারীরা বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া ডাক্তার পদবী ব্যবহার ও চেম্বার খুলে চিকিৎসা দেয়া আইন পরিপন্থী। কিন্তু উপজেলার কলেজ বাজার এলাকায় ডাক্তার পদবী ব্যবহার করে চেম্বার খুলে রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছিলেন এক তরুণ। তিনি এমবিবিএস পাশ করলেও তার বিএমডিসি নিবন্ধন নেই। রবিবার তার চেম্বারে অভিযান চালিয়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-২৯ ধারায় তাঁকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে নানান অনিয়মের দায়ে কর্ণফুলী চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমসহ উপজেলা প্রশসানের কর্মকর্তা ও কর্ণফুলী থানা পুলিশ সহযোগিতা করেন। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নোমান হোসেন দৈনিক পূর্বকোণকে বলেন, জনস্বাস্থ্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ / আরআর- নয়ন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট