চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাছের ভেজাল খাবার তৈরির কারখানা সিলগালা

মাছের ভেজাল খাবার তৈরির কারখানা সিলগালা

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২০ | ১২:১৪ পূর্বাহ্ণ

ভেজাল মৎস্য খাদ্য তৈরির অপরাধে বাকলিয়ায় একটি কারখানা সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। শনিবার (২৫ জুলাই) বিকেলে এ অভিযান চালানো হয়।

জেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন আহমদ জানান, বাকলিয়ার শাহ আমানত সেতু এলাকায় মোহাম্মদ ইউনুস নামে এক ব্যক্তি মাছের খাদ্য তৈরির এ কারখানার মালিক। সেখানে বিভিন্ন ব্র্যান্ডের মাছের ভেজাল খাবার তৈরি করা হতো। বিকেল ৫টায় সেখানে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রে ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালানো হয়।

কারখানাটি সিলগালা করে দেয়ার পাশপাশি কারখানার মালিক ইউনুসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে জেলি মেশানের চিংড়ি বিক্রির অপরাধে বহদ্দারহাটে দুই মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

 

পূর্বকোণ/পি-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট